সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০১, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন
চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সিলেট জেলা রিকশা-শ্রমিক ইউনিয়ন ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের কাজিরবাজার সেতুতে এই কর্মসূচি পালিত হয়। সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকের পরিচালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি জামিল আহমদ রাজু।
বক্তব্য দেন, জাতীয় রিকশা শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, আব্দুল জলিল, মো. শাহ আলম, রিকশা মালিক আব্দুস সোবহান, শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই, সংগঠনের সহ সভাপতি শাহ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক বাহার উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘রিকশার জন্য নগরে যানজট সৃষ্টি হয় না। সড়কে উভয় পাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য যানজট সৃষ্টি হয়। সেদিকে কর্তৃপক্ষ নজরদারি করলে নগর যানজটমুক্ত থাকবে। জিন্দাবাজার এলাকার রাস্তা উন্নয়ন হয়েছে এটার পক্ষে আমরাও। কিন্তু সৌন্দর্য বর্ধনের নামে বৈষম্য আমরা কখনও মেনে নিতে পারি না।’
আরসি-০৭