রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির বার্ষিক সভা অনুষ্ঠি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০১, ২০২১
০৬:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৬:২৭ পূর্বাহ্ন



রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির বার্ষিক সভা অনুষ্ঠি
সভাপতি হারুন, সম্পাদক ইমরুল

রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় রোটারিয়ান ডা. এ কে এম আব্দুল্লাহ আল হারুনকে সভাপতি এবং ব্যাংকার মোহাম্মদ ইমরুল কায়েসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী  ২০২১-২২ সালে তারা ক্লাবের বোর্ড পরিচালনা করবেন।

ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান শাহ মো. ফজলুল কাদির সিদ্দিকি পারভেজের সভাপতিত্বে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই বোর্ড ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের নির্বাহী সেক্রেটারি ও চার্টার্ড মেম্বার পিপি রোটারিয়ান আলী ওয়াছিকুজ্জান চৌধুরী অনি এবং নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন চার্টার্ড মেম্বার পিপি রোটারিয়ান কাউছার হোসেন শাহিন, চার্টার মেম্বার পিপি খলিলুর রহমান চোধুরী সুজন ও পিপি রোটারিয়ান ব্যাংকার শওকত উর রহমান।  

আগামী বছরের নির্বাচিত বোর্ডের অন্য সদস্যরা হলেন আইপিপি শাহ মো ফজলুল কাদির পারভেজ, প্রেসিডেন্ট ইলেক্টে ফুয়াদ মো. খাইরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আর এম হাসান, এক্সিকিটিভ সেক্রেটারি আলী  ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, ট্রেজারার আব্দুল আহাদ সুফি, ক্লাব ট্রেইনার শওকত উর রহমান, সার্জেন্ট এন্ড আরমস তারেক আহমদ, এডিটর খন্দকার সাদেকুর রাজা এবং ক্লাব এডমিনিস্ট্রেশন ডিরেক্টর খলিলুর রহমান চৌধুরী  সুজন, সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর দেওয়ান তামিম আল মোতাক্কাবির, নিউ জেনারেশন ডিরেক্টর আব্দুল কুদ্দুস, মেম্বারশিপ ডিরেক্টর কাউছার হোসেন শাহিন, টি আর এফ ডিরেক্টর শাহ মো ফজলুল কাদির পারভেজ, পাবলিক রিলেশন ডাইরেক্টর আব্দুল ওয়াসে চৌধুরী জুবায়ের।

আরসি-০১