নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০১, ২০২১
০৮:৫১ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৮:৫১ অপরাহ্ন
সিলেটের তামাবিল সড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঢাকা থেকে আগত পর্যটকবাহী মাইক্রোবাসটির যাত্রী ছিলেন নিহত ব্যক্তিটি। তারা নাম গোলাম মোস্তফা (৫৫)। এসময় আরও ৯ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৭টায় সিলেট শহরতলীর পরগণাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত গোলাম মোস্তফা ঢাকার চানখারপুল এলাকার বাসিন্দা।
শাহপরান থানা সূত্রে জানা গেছে, সিলেটের জাফলংয়ে বেড়াতে ঢাকা থেকে আসা মোস্তফাসহ ১০ জন বুধবার একটি মাইক্রোবাসযোগে রাতে রওয়ানা হন। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি শাহপরাণ থানা এলাকার পরগণাবাজারে আসা মাত্রই বিপরিত দিক থেকে আসা সিলেটগামী বালুভর্তি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাকিদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সিলেট মহানগর পুলিশের সহকারী উপ পরিদর্শক আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক ও মাইক্রোবাসকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে ঘাতক ট্রাকের কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরসি-০৫