মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ০১, ২০২১
০৯:০৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য ও মৌলভীবাজার জেলার সাবেক সাংসদ তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (১ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ কেরন। মৃত্যুকালে তিনি শতবর্ষী ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।
তিনি বলেন, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে নির্বাচিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য। তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক।
এসএইচ/আরসি-০৬