নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০১, ২০২১
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন
পরিবহন মালিক-শ্রমিকদের চাপে সিলেটের দুই রুটে কমেছে বিআরটিসির বাসের সংখ্যা। ১২টি বাস চলাচলের কথা থাকলেও আজ শুক্রবার থেকে সিলেট-মৌলভীবাজার ও সিলেট-হবিগঞ্জ রুটে নামছে তিনটি করে মোট ৬টি বাস।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে সিলেট মিররকে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিআরটিসি সিলেট ডিপোর সংশ্লিষ্টরা। তবে এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, গত ২২ ডিসেম্বর সিলেট থেকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুই রুটে ১২টি বাস চলাচল করার কথা থাকলেও প্রাথমিকভাবে চারটি করে বাস চালু করার ঘোষণা দেয় বিআরটিসি। উদ্বোধনের পর থেকেই এই দুই রুটে বিআরটিসির বাস চলাচলের বিরুদ্ধে অবস্থান নেন পরিবহন মালিক-শ্রমিকরা। গত ২৭ ডিসেম্বর বাস চলাচল শুরুর দিনে তারা বাধা দেন। মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি শেরপুরে আটকেও দেন পরিবহন শ্রমিকরা। পরে নানা বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছালেও সকাল সাড়ে নয়টায় হবিগঞ্জের উদ্দেশে আরেকটি বাস ছাড়তে গিয়ে ঘটে বিপত্তি। এ সময় পরিবহন শ্রমিকরা বিআরটিসির কাউন্টারে তালা ঝুলিয়ে দেন। হামলা করেন বিআরটিসির ডিপো ব্যবস্থাপকের ব্যবহৃত জিপে।
গত সোমবার পরিবহন মালিক-শ্রমিক ও বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আগামী ১ জানুয়ারি থেকে এই দুই রুটে বাস চলাচল শুরুর সিদ্ধান্তের কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক থেকে পরিবহন মালিক-শ্রমিকরা বিআরটিসি বাসের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাতে ৩ দিন সময় নেন। বৃহস্পতিবার ছিল শেষ দিন। এ দিন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান মৌলভীবাজার ও হবিগঞ্জ রুটে ৩টি করে বাস চালুর সিদ্ধান্ত দেন।
এর আগে গত বছরের জুনে সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস চালুর পর পরিবহন ধর্মঘট ডাকেন বেসরকারি পরিবহন মালিক-শ্রমিকেরা। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভায় সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর বিআরটিসি বাসের সংখ্যা কমে, কমে যায় ট্রিপের সংখ্যাও। একই ঘটনা ঘটে ওই বছরের নভেম্বরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে বিআরটিসির বাসসেবা চালুর পরও।
বিআরটিসি সিলেটের ডিপো ব্যবস্থাপক জুলফিকার আলী গতকাল সিলেট মিররকে বলেন, ‘বিভাগীয় কমিশনার আমাদের জানিয়েছেন শুক্রবার থেকে দুই রুটে ৩টি করে বাস চালু করতে। সে অনুযায়ী আজ থেকে দুই রুটে ৩টি করে বাস চলাচল করবে।’
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে সিলেট বিভাগের মালিক ও শ্রমিকদের সভা হয়। সভায় বিআরটিসির কয়টি বাস সিলেট-হবিগঞ্জ ও সিলেট-শ্রীমঙ্গল রুটে চলাচল করবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার উভয় রুটে তিনটি করে বিআরটিসি বাস চালু হবে বলে জানান।’
তিনি বলেন, ‘আমরা সে সিদ্ধান্ত মেনে নিয়েছি। শুক্রবার থেকে সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে তিনটি করে মোট ছয়টি বাস চলাচল করবে।’
এনএইচ/আরসি-০৮