ওসমানীনগরে টমটমের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ০২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০১:১০ পূর্বাহ্ন



ওসমানীনগরে টমটমের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

সিলেটের ওসমানীনগরে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় রহমত আলী (৬৫) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার হাজী নছিব উল্যা মার্কেটের সামনে দুর্ঘটনাটি হয়। নিহত রহমত আলী স্থানীয় তেরহাতি গ্রামের বাসিন্দা ও গোয়ালাবাজারের নৈশ প্রহরী ছিলেন।

গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোয়ালাবাজারে প্রহরারত অবস্থায় রহমত আলীকে একটি টমটম ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর টমটমটিকে আটক করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, এ বিষয়ে কেউ কিছূ এখনও জানায়নি, খোঁজ নিয়ে দেখছি।

ইউডি/আরসি-১৫