চাঁদনীঘাটের পাশে মিলল নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০২, ২০২১
০৫:৪০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০৫:৪০ পূর্বাহ্ন



চাঁদনীঘাটের পাশে মিলল নবজাতকের লাশ

সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী চাঁদনীঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ক্বিনব্রিজের পূর্ব পাশে পাপ্পুর সিমেন্টের গুদাম ঘরের পেছনে সুরমা নদীর পাড় থেকে সাদা রংয়ের ছায়া ও ছাপা রঙের লুঙ্গিতে মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়। শিশুটির বয়স আনুমানিক একদিন। 

তিনি জানান, নবজাতকের লাশটি ওসমানী হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিএ-০৭