‘জাতীয় পার্টি দেশের মানুষের আশা আকাক্সক্ষার প্রতীক’

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০২, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন



‘জাতীয় পার্টি দেশের মানুষের আশা আকাক্সক্ষার প্রতীক’
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা

‘জাতীয় পার্টি দেশের মানুষের আশা আকাক্সক্ষার প্রতীক। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করতেও জাতীয় পার্টি প্রস্তুত।’  

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সিলেটে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনায় বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ও নগরের চৌহাট্টায় পৃথক কর্মসূচি পালন করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। বিকেলে সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সিলেট জেলা আহবায়ক এটিইউ তাজ রহমান সভাপতিত্বে ও  সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. উসমান আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কুনু মিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় যুব সংহতীর সিলেট জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জেলা জাপা নেতা আবুল কালাম আজাদ, দিবাকর দেবনাথ, আলী হোসেন সরকার, গোলাপগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক জহির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কবির আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মতিন মলাই, কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান সামদু মিয়া চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক শাহা আলম, ওসমানীনগর সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জালালাবাদ থানার সদস্য সচিব কাওসার আহমদ চৌধুরী, সদর উপজেলার আহ্বায়ক শাহাজাহান সিরাজী, জৈন্তাপুর উপজেলার সিনিয়র সহ সভাপতি কমান্ডার নুরুদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার সদস্য সচিব দেলোয়ার হোসেন, দক্ষিণ সুরমার সদস্য সচিব তাজ উদ্দিন এপলু, গোলাপগঞ্জ পৌর সদস্য সচিব মনিরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সদস্য সচিব কামাল রাজা সাহেল, বিশ^নাথ উপজেলার সদস্য সচিব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক ফারুক সরকার প্রমুখ।

এদিকে, জাতীয় পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সিলেটে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধোপাদিঘিরপাড় হাফিজ কমপ্লেক্সের সামনে সমাবেশে অনুষ্ঠত হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আব্দুশ শহীদ লস্কর বশিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বশির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, জাতীয় পার্টি নেতা আহসান হাবীব মঈন, ইকবাল আহমদ, অ্যাডভোকেট আব্দুর রহীম, মজির উদ্দিন চাকলাদার, মামুনুর রশীদ মামুন, মাহমুদুর রহমান মাহমুদ, মুর্শেদ খান, মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ, আনিসুজ্জামান পাপলু, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম তাপাদার, সেক্রেটারি জুবেদ আহমদ, জেলা ছাত্র সমাজ সেক্রেটারি আল আমিন, ছাত্র সমাজ নেতা নুরুজ্জামান।

সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত।

আরসি-০২