শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০২, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন



শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা শাখার একসভা গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের চৌহাট্টায় এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফরের পরিচালনায় সভায় বক্তব্য দেন, সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি সোরমান আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ইউনুস মিয়া, জাতীয় শ্রমিক লীগ জেলা সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জাতীয় শ্রমিক জোটের কে এ কিবরিয়া চৌধুরী ও গিয়াস আহমদ, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ মো. ছাদেক মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, জালালাবাদ গ্যাস সিবিএ এর সভাপতি আব্দুর রহমান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আব্দুল জলিল, ট্রেড ইউনিয়ন সংঘের রুহুল আমিন প্রমুখ।

সভায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হককে আহ্বায়ক, সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি সোরমান আলীকে যুগ্ম আহ্বায়ক ও জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আহ্বায়ক আবু জাফরকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট স্কপ জেলা পরিচালনা কমিটি গঠন করা হয়।

আরসি-০৫