জকিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৩, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জের শষ্যকুঁড়ি গ্রামের আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এলাকার হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় শষ্যকুঁড়ি গ্রামস্থ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ট্রাস্টের কো-চেয়ারম্যান সমাজসেবী মাওলানা আফতাব আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরীর পরিচালনায় অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুর রহমান, ব্যবসায়ী জামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মুকিত, ট্রাস্টের সদস্য আব্দুল বাইছ, আফতাব হোসেন, জাহেদুজ্জামান স্বপন, ফয়েজ আহমদ শাহিন প্রমুখ।
চাল বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ট্রাস্টের প্রশংসা করে বলেন, সকল দুর্যোগ পরিস্থিতে এই ট্রাস্ট অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় লোকজনের বাড়িতে টিউবওয়েল স্থাপন, বসতঘর নির্মাণ করে দেওয়াসহ মানবিক সকল কর্মকাণ্ড করে থাকে। এই ট্রাস্টের কার্যক্রমকে অনুসরণ করে সমাজের দানশীল ব্যক্তিরা এমন মহৎ কর্মকাণ্ড করলে অসহায় মানুষজন উপকৃত হবে। বক্তারা ট্রাস্টের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ট্রাস্টের কো-চেয়ারম্যান সমাজসেবী মাওলানা আফতাব আহমদ জানিয়েছেন, বিগত সময়ে সকল দুর্যোগ পরিস্থিতিতে এই ট্রাস্ট খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ট্রাস্ট গঠনের মূল লক্ষ্যই হলো হতদরিদ্রদের সেবা করা। নতুন বছরে আজ ২৫ কেজি করে দুই শতাধিক মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ট্রাস্ট অসহায়দের পাশে থাকবে।
ওএফ/আরআর-১০