নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৩, ২০২১
০৪:৫৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৪:৫৪ পূর্বাহ্ন
সিলেট আইটি কর্ণারের বর্ষপূর্তি
‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে সুপরিচিত। তাঁর প্রতিশ্রুত ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। তথ্য প্রযুক্তি খাত দেশের উন্নয়নের অন্যতম প্রধান খাত। চলমান এ অগ্রযাত্রা ভবিষ্যত বাংলাদেশকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’’
সিলেটের আইটি প্রশিক্ষণ কেন্দ্র ‘সিলেট আইটি কর্ণার’ আয়োজিত প্রথম বর্ষপূর্তি আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শনিবার (২ জানুয়ারি) দুপুরে নগরের শিবগঞ্জে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত সভা, শিক্ষার্থী পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিইও রায়হানুল ইসলাম।
হেড অব ফেকাল্টি মো. রাকিবুল হাসান রনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, প্রতিষ্ঠানটির হেড অব ফেকাল্টি (একাডেমিক আইসিটি) কাওছার আহমদ, উপদেষ্টা সৈয়দ রাশেদ, এসিসট্যান্ট হেড অব ফেকাল্টি শাফি আহমদ ও প্রশিক্ষক মো. আব্দুল কাদির।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন আবু সুফিয়ান ও নিরঝনা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবু তাহের। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাদমান সাকিব, তৌহিদুল ইসলাম, ফারহান আহমদ ও জুবায়ের আহমদ। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বিএ-১১