নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৩, ২০২১
০৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৫:৪৯ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার দু’টি পৃথক অভিযানে চোরাই গরু ও মাদকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ জানুয়ার) পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে খাদিমনগর জাতীয় উদ্যান সংলগ্ন বুরজান চাবাগান এলাকা থেকে চোরাই গরু ও প্রাইভেট কারসহ দুইজনকে আটক করে পুলিশ। এ বিষয়ে মামলা দায়ের হলে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার সোনাসার আইতলা গ্রামের জামাল উদ্দিন (৪৮) ও বিয়ানীবাজার উপজেলার ঈদগাহ বাজার মাতিউরা এলাকার রাজন আহমদ (২৪)।
পুলিশ জানায়, এ বিষয়ে বুরজান চা বাগান এলাকার সুবাস নায়েক বাদী হয়ে তিনজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এদিকে, শুক্রবার রাত ৮টার দিকে বিমানবন্দর থানাধীন বড়শালা বাইপাস সড়কে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের আরেকটি দল। আটক মো. আব্দুন নূর (৩৫) দক্ষিণ লালবাগ বাছাটিলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিএ-১২