তিন শতাধিক পরিবারকে কম্বল দিল রেডক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৩, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন



তিন শতাধিক পরিবারকে কম্বল দিল রেডক্রিসেন্ট

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে নগরের তিন শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নগরের চৌহাট্টা রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ‘শীতার্ত অসহায় মানুষ এই সমাজেরই অংশ। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দুস্থ অসহায় মানুষের কল্যাণ করা যায়। সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুস্থ অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন,  সোয়েব আহমদ, রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী, জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের বিভাগীয় প্রধান বদরুল আজাদ শুভ, উপ প্রধান সুমেল চৌধুরী, অফিস কর্মকর্তা পার্থ সারথি দাস প্রমুখ।

বিএ-০১