যুক্তরাজ্য থেকে দেশে ফেরার আগ্রহে ভাটা

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৩, ২০২১
০৭:৩০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৭:৩০ অপরাহ্ন



যুক্তরাজ্য থেকে দেশে ফেরার আগ্রহে ভাটা

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এসেছে সিলেটে। এই ফ্লাইটের যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হবে। কোয়ারেন্টিনের জন্য ইতোমধ্যে দুটি হোটেল প্রস্তুত করা হয়েছে। তবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশের কারণে যুক্তরাজ্য প্রবাসীদের দেশে ফেরার আগ্রহে ভাটা পড়েছে বলে জানা গেছে।

জানা যায়, করোনাভাইরাসের নতুন ধরন (ট্রেইন) ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশে এখনও যুক্তরাজ্য থেকে ফ্লাইট আসছে। এ অবস্থায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের নির্দেশ দেয় সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলগুলোতে যাত্রীরা নিজ খরচে থাকবেন। সংশ্লিষ্ট থানা তাদের দেখভাল করবে। 

যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার বিষয়ে গত মঙ্গলবার একটি সভা হয় সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সভায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিআরডিটিআই ক্যাম্প এবং যাত্রীদের আর্থিক অবস্থা অনুযায়ী বিভিন্ন হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়। যারা কোয়ারেন্টিনের খরচ দিতে পারবেন না তারা সেনাবাহিনীর তত্ত¡াবধানে সিলেটের শাহপরাণ এলাকার বিআরডিটিআই ক্যাম্পেথাকবেন। যারা টাকা দিয়ে মোটামুটি মানের হোটেলে থাকতে চাইবেন তাদের জন্য সে রকম ব্যবস্থা করা হবে এবং যারা ভালো হোটেলে থাকতে চাইবেন তাদের জন্য ভালো হোটেলের ব্যবস্থা করা হবে। 

ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেটে পাঁচটি হোটেল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হোটেল স্টার প্যাসিফিক ও হলি গেইটকে কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর থেকে যাত্রীদের হোটেলে পৌঁছে দিতে বিআরটিসি বাস প্রস্তুত এবং হোটেলে যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে মহানগর পুলিশ।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে ৫টি হোটেল চূড়ান্ত করেছি। আরও ২ থেকে ৩টি হোটেল চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। আমরা ৭০০ জন যাত্রীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছি। যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে নিতে বিআরটিসি বাস প্রস্তুত রয়েছে। প্রতি হোটেলেই পুলিশ থাকবে। 

যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত হোটেল হলি গেইটের করপোরেট সেলস ম্যানেজার সৈয়দ শিমন সিলেট মিররকে বলেন, ‘আমাদের এখানে ৭০ থেকে ৮০ জনের জন্য আয়োজন রয়েছে। তবে এখনও জানি না কতজন যাত্রী হোটেলে উঠবেন। আসামি সোমবার যাত্রীরা হোটেলে উঠবেন বলে আমাদের জানানো হয়েছে।’ হোটেল স্টার প্যাসিফিক সূত্রে জানা গেছে, প্রায় ১০০ জন যাত্রীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আয়োজন করেছে হোটেলটি।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ জন যাত্রী নিয়ে বিমানের ৩টি ফ্লাইট ওসমানীতে আসে। এই তিনদিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের।

বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং নিজ খরচে কোয়ারেন্টিনের কারণে প্রবাসীরা এই সময়ে দেশে ফেরায় আগ্রহ হারাচ্ছেন বলে জানা হেছে। বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, উদ্ভুত পরিস্থিতিতে যাত্রীর সংখ্যা কমেছে। আসামিকাল সোমবার বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে লন্ডন থেকে মাত্র ৫৮ জন যাত্রী দেশে আসবেন। এর মধ্যে সিলেটে নামবেন ৪৮ জন এবং ঢাকায় যাবেন ১০ জন।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও কোভিড-১৯ মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাম্মা লাবিবা অর্ণব সিলেট মিররকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে সোমবারের ফ্লাইটে ৬০ জনের মতো যাত্রী আসবেন। এখন পর্যন্ত হোটেল স্টার প্যাসিফিক ও হলি গেইটকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে পরবর্তীতে অন্য হোটেলের ব্যবস্থা করা হবে।’ হোটেলগুলো সাশ্রয়ী মূল্যে যাত্রীদের থাকার সুবিধা দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। 

এনএইচ/বিএ-০৩