জাফলংয়ে শীত বস্ত্র বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


জানুয়ারি ০৩, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৯:৪৫ অপরাহ্ন



জাফলংয়ে শীত বস্ত্র বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আল ইহসান চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জাফলং কিন্ডার গার্টেন স্কুলে অসহায় ও দরিদ্র ৮০  জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আল ইহসান চ্যারিটি অর্গানাইজেশনের সেবক জুবের আহমেদের সভাপতিত্বে ও জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি ফখরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সেবক তাজুল হোসেন রাহিম, সৌরভ আহমেদ, সেলিম আহমদ, জাফলং কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা জুনেদ আহমদ, প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আহমদ, পশ্চিম লাখের পাড়ের প্রবীন মুরুব্বী আলকাছ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা আবুল কাশেম।

এম এম/বি এন-০২