কমলগঞ্জে মদ্যপানের দায়ে ৬ জন আটক

কমলগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৪, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে মদ্যপানের দায়ে ৬ জন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে মদ্যপানের অপরাধে ৬ জনকে আটক করে ৩ দিনের কারাদণ্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৩ জানুয়ারি) বেলা ১টায় উপজেলার পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লাহ'র নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদ্যপানের অপরাধে সুয়ার মিয়া (৪৫), রামলাল (২৫), সানাই মাদ্রাজী (৩২), বাবুল বড়াইক (৩৫), কাজল বাউরী (৪৫) ও ছোট বাবুকে (২৮) আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১ লিটার চোলাই মদ ও গ্লাস উদ্ধার করা হয়।

 

এসডি/আরআর-০৫