জকিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন
এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়ন বাছাই শেষে আজ রবিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। কিন্তু বাছাইয়ে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরার মনোনয়নপত্র অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৮ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মেয়র প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা ফয়ছল কাদের জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১০০ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিতে হয়। ১০০ জনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন হীরা দুইজন ভোটারের ভুয়া স্বাক্ষর নিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন। এই দু'জন ভোটারের মধ্যে একজন পুরুষ ভোটার সুনামগঞ্জের এবং একজন নারী ভোটার স্বামীর বাড়িতে অবস্থান করছেন। প্রাথমিকভাবে ভুয়া স্বাক্ষর হিসেবে প্রতীয়মান হওয়ায় মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন হীরার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তার আপিলের সুযোগ রয়েছে। তাছাড়া তার হলফনামায় স্বাক্ষর ছিল না কিন্তু বাছাইকালে স্বাক্ষর দিয়েছেন।
এ প্রসঙ্গে মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন হীরা জানান, তিনি আপিলের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। যে দু'জন ভোটারের স্বাক্ষর ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদেরকে সশরীরে তিনি আদালতে হাজির করবেন। আইনি লড়াই করে প্রার্থিতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান শাকীব বলেন, 'বাছাই শেষে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।'
ওএফ/আরআর-০৬