কমলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২১
০১:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০১:৫৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে।
আহত ১১ জনের মধ্যে ২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পৌর এলাকার করিমপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইমদাদুল হক (১৩) ও আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের মুকিত মিয়ার ছেলে মিজান মিয়া (১৭)। ইমদাদুল শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের কামড়ে আক্রান্ত হয়। আর মিজান পৌর এলাকার বড়গাছ গ্রামে নিজেরর নানাবাড়িতে বেড়াতে এসে কুকুরের কামড়ে আহত হয়েছে।
এছাড়া আলীনগর ইউনিয়নের কালীপুর গ্রামের ৮ জন ও মদনমোহন চা-বাগানের ১ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। আহতরা সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। একদিনের ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হওয়ায় কমলগঞ্জ উপজেলার মানুষের মধ্যে কুকুরে কামড়ানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা. শুকতারা এ্যানী বলেন, 'আমাদের এখানে ভ্যাকসিন নেই। কুকুরে কামড়ানো রোগী এলে ভ্যাকসিনের নাম লিখে দেই। আর গুরুতর হলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।'
এসডি/আরআর-০৭