সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৪, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন
সিলেট ডায়াবেটিক সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব।
ভার্চুয়াল সভায় শোক প্রস্তাব ও সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন। কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ ও ২০২১ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ।
সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তিনি নিজেই এবং পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন সমিতির জীবন সদস্য অরুপ শ্যাম বাপ্পী। সভার শুরুতে সমিতির সকল প্রয়াত জীবন সদস্য ও মরহুম জাতীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন, আয়কর রিটার্ন প্রস্তুত ও অডিটর নিয়োগ এবং প্রস্তাবিত বাজেটের উপর মুক্ত আলোচনায় অংশ নেন দেশে ও বিদেশে অবস্থানরত সমিতির জীবন সদস্য যথাক্রমে সেলিম খান, এম. এ. আহাদ, আব্দুর রাজ্জাক, অধ্যাপক আজিজুর রহমান, মতিউর রহমান মতিন, সাংবাদিক নবাব উদ্দিন, সব্বির চৌধুরী, আলাউদ্দিন আহমদ মুক্তা, ডা. নেসার আহমদ কায়সার, সাংবাদিক আব্দুর রশিদ মো. রেনু, আবু তালেব মুরাদ, কামরুল ইসলাম, আবু মাছুম, আলিমুস সাদাত চৌধুরী, আবুল কালাম আজাদ, হাসান কবীর চৌধুরী, আহমেদুল কিবরিয়া বকুল, ডা. সাহিদুল ইসলাম, অ্যাডভোকেট পি. কে. রায়, রোটারিয়ান সাহিদুর রহমান, অম্বরীষ দত্ত, অ্যাডভোকেট মহব্বত খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, আরব আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রমুখ। সভায় দেশ ও বিদেশের দুই শতাধিক জীবন সদস্য জুম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন, ২০২০ সালের আয়-ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ২০২১ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য প্রস্তাব করেন সমিতির জীবন সদস্য সোলেমান আহমদ এবং সমর্থন করেন জীবন সদস্য অরূপ শ্যাম বাপ্পী। এরপর উপস্থিত/জুম অ্যাপ এ সংযুক্ত জীবন সদস্যদের সমর্থনে অনুমোদিত হয়।
আরসি-০৩