বিয়ানীবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি


জানুয়ারি ০৪, ২০২১
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
১১:০২ অপরাহ্ন



বিয়ানীবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকীতে এক হতে পারেনি বিয়ানীবাজার ছাত্রলীগ। কোন্দলে জর্জরিত এখানকার ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলো পৃথকভাবে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। 

তবে গ্রুপ -উপগ্রুপে বিভক্ত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ছিল বর্ণাঢ্য।

দলীয় ও জাতীয় পতাকা সাথে করে এবং ব্যান্ডপার্টি নিয়ে তারা বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কে নিজেদের উপস্থিতি জানান দেয়।

এ সময় দলীয় প্রধানের গুণকীর্তনের পাশাপাশি স্থানীয় গ্রুপ প্রধানদের নামেও তারা শ্লোগান দেয়।

সোমবার দুপুর ১২টার পর থেকে বিয়ানীবাজার ছাত্রলীগের মূলধারা, রিভারবেল্ট, জয়বাংলা, পল্লব, জামাল, পাভেল ও স্বাধীন গ্রুপ পৃথকভাবে মিছিল বের করে। 

মিছিল শেষ করে সবপক্ষই কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কাটে এবং আলোচনা সভায় মিলিত হয়।

এদিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিয়ানীবাজার পৌরশহরেও বেশ সাজসাজ রব পড়ে। দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের মোড়ে-মোড়ে অবস্থান নিয়ে মিছিলকারীদের স্বাগত জানায়।

এস এ/ বি এন-০৮