মৌলভীবাজারে ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ০৪, ২০২১
১১:০৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
১২:২৬ পূর্বাহ্ন



মৌলভীবাজারে ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

মৌলভীবাজার পৌরসভার আসন্ন নির্বাচনে ৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইকালে এগুলো বাতিল করা হয়। নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করায় এগুলো বাতিল করা হয়েছে।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- সাধারণ কাউন্সিলর পদে ৯ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ আবু ইকবাল ও মো. মাসুদ, ৭ নম্বর ওয়ার্ড থেকে মো. জাকির হোসেন রাজা ও সারওয়ার মজুমদার ইমন, ৫ নম্বর ওয়ার্ড থেকে জায়েদ হোসেন, ৪ নম্বর ওর্য়াড থেকে মো. মতিউর রহমান, ৩ নম্বর ওয়ার্ড থেকে মো. রাসেল আহমেদ এবং ২ নম্বর ওয়ার্ড থেকে মো. পিন্টু।

গত ৩১ ডিসেম্বর মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃতদের মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩ জন এবং নারী কাউন্সিলর পদে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, সাধারণ কাউন্সিলর পদে যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন। 

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আর পরদিন ১১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও নারী ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৮টি কেন্দ্রে ১২৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এসএইচ/বিএন-০৯/আরআর-০৩