ছাত্রলীগের অতীত ঐতিহ্যকে নষ্ট করবেন না : সাংসদ নেছার আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ০৫, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন



ছাত্রলীগের অতীত ঐতিহ্যকে নষ্ট করবেন না : সাংসদ নেছার আহমদ

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশে বলেছেন, দয়া করে ছাত্রলীগের অতীত ঐতিহ্যকে নষ্ট করবেন না। সে অধিকার আপনাদের নেই। আপনারা ছাত্র রাজনীতি করে দলের সুনাম কুড়াবেন, নিজের সুনাম কুড়াবেন, নিজে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবেন। দুর্নাম নিজেরও কুড়াবেন না, দলেরও না। মাসলম্যান হবেন না। লাঠি হাতে নেবেন, চেয়ার হাতে নেবেন দলের জন্য। ব্যক্তির জন্য লাঠিয়াল হবেন না, দলের জন্য লাঠিয়াল হবেন।

আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেছার আহমদ বলেন, ছাত্রলীগ হলো একটি ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি থেকে ছাত্রলীগ বের হয়ে দেশকে নেতৃত্ব দেয়, জাতিকে নেতৃত্ব দেয়। ছাত্রলীগ সোনার মানুষ সৃষ্টি করে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসময় ছাত্রলীগ ছিলেন। আজকে আপনাদের অনুষ্ঠানে এলে সংশয় হয়, ইজ্জতের ভয় হয়। সেখানে গিয়ে কি ইজ্জত রক্ষা করা যাবে?

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ভালো হওয়ার চেষ্টা করুন, দলের কাজ করুন। একদিন আমার মতো এমপি হতে পারবেন। এমপি দেশের কাজ করবে। নেতা এক জিনিস আর মাসলম্যান হওয়া আরেক জিনিস। মারামারির মতো কোনো ঘটনা ভবিষ্যতে ঘটলে আওয়ামী পরিবার আপনাদের প্রোগ্রামে আসবে না।

সোমবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় ও সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করুন। যার ভাগ্যে যা আছে তাই ঘটবে। প্রতিহিংসা বাদ দিয়ে সংগঠনের প্রতি খেয়াল করুন। নিজের কর্মের প্রতি মনোযোগী হোন। আগে সংগঠনের ভালো কর্মী হওয়ার চেষ্টা করুন। কোনো ভাইয়ের নামে স্লোগান দিয়ে আর ফেসবুকে লিখে নেতা হতে পারবেন না। নেতা হতে হলে সৎ কর্মী হতে হবে, মেধাবী কর্মী হতে হবে। দেশ ও স্বাধীনতা সম্পর্কে জানতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিকে জানা গেছে, অনুষ্ঠান শুরুর আগে স্লোগান নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে এ নিয়ে অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

এসএইচ/আরআর-০৪