মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ০৫, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাছের বাজার থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির দু'টি 'ধুম কাছিম' বাইক্কা বিলে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার (৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের মৎস্যসম্পদের অভয়াশ্রম বাইক্কা বিলের সংরক্ষিত জলাভূমিতে এই দুই কাছিমকে মুক্ত করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান এবং মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে গতকাল রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এই দু'টি কাছিমকে শ্রীমঙ্গল শহরের মাছ বাজার থেকে উদ্ধার করেন মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কাছিম বিক্রেতা পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে রবিবার শ্রীমঙ্গল শহরের মাছ বাজারে ঝটিকা অভিযান চালিয়ে ২টি বিরল প্রজাতির ধুম কাছিম উদ্ধার করা গেছে। এ দুটোর ওজন অনুমানিক ১৬ কেজি। বন্যপ্রাণী নিরাপত্তা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।'
এসএইচ/আরআর-০৭