সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৫, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এমতবিনিময় সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি রতন মনি চন্দ, আব্দুল কুদ্দুছ, সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহসাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাবেক সভাপতি অজামিল চন্দ নাথ, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক এম.এ জলিল, সাবেক দপ্তর সম্পাদক এমরান আহমদ,
সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, মাহফুজ আহমদ চৌধুরী, আজিজ খান, আব্দুল আজিজ, হারিছ আলী, সৈয়দ দেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক শাহ আলম, ফখরুল ইসলাম শাকিল, জাহিদ উদ্দিন, খালেদ কাইয়ুম, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, আব্দুর রাজ্জাক, জয় রায় হিমেল, সাইদুল ইসলাম মাহের, মেহেদি হাছান, হোসেন আহমদ, ফাহাদ আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশিদার । তাদের লেখনির মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, অভাব-অভিযোগ উঠে আসে। অর্থনৈতিকসহ সার্বিক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যেসব ক্ষেত্রে এখনও উন্নয়নের প্রয়োজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতির সামনে সেসব উঠে আসে। তিনি সঠিক ভাবে দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
বিএ-০৭