চার হোটেলে ঠাঁই দেশে আসা ৪২ প্রবাসীর

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৫, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
০৬:০৩ পূর্বাহ্ন



চার হোটেলে ঠাঁই দেশে আসা ৪২ প্রবাসীর

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আজ সোমবার (৪ জানুয়ারি) সিলেটে আসা ৪২ প্রবাসী সিলেটিকে নগরের ৪টি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

আজ দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার প্রায় চার ঘন্টা দীর্ঘ প্রক্রিয়ার পর অনেকে হোটেলে উঠতে সক্ষম হন। কারও কারও ক্ষেত্রে ৭ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দীর্ঘ

সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ৪২ প্রবাসী নগরীর নির্ধারিত ১০টির মধ্যে ৪টি হোটেলে উঠেছেন। বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টার দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪টি হোটেলে প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শুরু হয়। কেউ কেউকে ৭ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

জানা গেছে, ৪২ জন প্রবাসীর মধ্যে নগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে ৮ জন, হলি গেইটে ২৭ জন, হোটেল অনুরাগে ৫ জন এবং হোটেল ব্রিটেনিয়ায় আরও ২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের। 

এর আগে দুপুর ১২টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ৪৮ জন লন্ডন প্রবাসী। এরমধ্যে এক শিশুসহ ৪২জন সিলেটের। ইমিগ্রেশন প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার বিকেল ৩টার দিকে প্রবাসীদের নিয়ে আসা হয় দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক ও হোটেল হলি গেইটে। তবে অনেকে এ দুটি হোটেলে না উঠায় তাদের বাকি হোটেলগুলোতে রাখা হয়েছে।

 

এএফ/০৭