বড়লেখায় নবনির্বাচিত পৌর মেয়রকে গণসংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি


জানুয়ারি ০৫, ২০২১
১১:২৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
১১:৪২ অপরাহ্ন



বড়লেখায় নবনির্বাচিত পৌর মেয়রকে গণসংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) রাত ৮টায় ডিমাই ওসমানীবাজারের পূর্বাঞ্চলীয় জনপদ ডিমাই এলাকার সর্বস্তরের জনসাধারণ এ সংবর্ধনার আয়োজন করেন। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বি নুরুল মতিন ঠাকুরচান্দ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। 

নাজিম উদ্দিন ও হাবিবুর রহমান হাবিবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আইনজীবী ইয়াছিন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ-কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ নেতা মকবুল হোসেন নীল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, সাবেক যুগ্ম-আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, সাংবাদিক জালাল আহমদ, ইউনিয়ন্ন আওয়ামী লীগের আইন সম্পাদক ৮ নম্বর ওয়ার্ড মেম্বার সৈয়দ লুৎফুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার ফখরুল আলম ও নাজিম উদ্দিন। 

সৈয়দ লুৎফুর রহমান ও আছদ্দর আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিতসহ সকল অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে গ্রাম ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এজে/বিএন-০৮/আরআর-০৩