কুলাউড়া প্রতিনিধি
জানুয়ারি ০৮, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৮, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (৬ জানুয়ারি) এ উপহার তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ, এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহী, মাহফুজ শাকিল প্রমুখ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণে থাকবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধারা সর্বদা সহযোগিতার হাত প্রসারিত করবেন। সকল সাম্প্রদায়িক শক্তির উস্কানি প্রতিরোধে মুক্তিযোদ্ধারা তৎপর রয়েছেন।
জেএইচ/আরআর-০৮