কমলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৯, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ (রেজিঃ বি-২০৯১) এর উপজেলা সভাপতি মো. হেলাল মিয়াকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গত বুধবার বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগে মো. হেলাল মিয়াকে সংগঠনের সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীদের হেলাল মিয়ার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।
এসডি/আরআর-০৯