কুলাউড়া প্রতিনিধি
জানুয়ারি ০৯, ২০২১
১১:২৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
১১:৪১ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (০৯ জানুয়ারি) হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ উপলক্ষে রেলওয়ে জুনিয়র স্কুল প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু প্রমুখ।
জি এইচ/ বি এন-১০