মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারে করোনাকালীন সময়েও থেমে থাকেনি সড়ক দুর্ঘটনা। গত এক বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৪ জনের। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২০ সালে মৌলভীবাজার জেলায় ৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয় সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেক করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়ক নির্মাণে ত্রুটি এবং রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানো।
এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া দুর্ঘটনার মূল কারণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নিসচা’র মৌলভীবাজার জেলার সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করা হয়েছে। আমরা প্রতিবদেন তৈরি করে থাকি দেশের জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পত্রিকার রিপোর্টের ভিত্তিতে। এখানে দুর্ঘটনার কারণ আমরা উল্লেখ করেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২০ সালে করোনার প্রকোপে সড়কে যানবাহন চলাচল কম হয়েছে। এজন্য সড়ক দুর্ঘটনার সংখ্যা কমেছে।
এসএইচ/আরআর-০১