মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকাহকে নিজ বাসায় নিয়ে যায় তার বন্ধু দিহান। সেখানে আনুশকাহকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরই মধ্যে দিহানকে আটক করেছে পুলিশ। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
এই ঘটনাসহ সারাদেশে ঘটা নারী নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের চৌমোহনায় সংগঠনের সভাপতি ছাত্রনেতা রেহনোমা রুবাইয়াৎ'র সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বাসদ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মইনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা বিশ্বজিত নন্দী, জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক অনন্ত দাস অর্ণব ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আয়শা আক্তার নওমী।
মানববন্ধনে বক্তারা জোরালো আন্দোলন গড়ে তোলে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এসএইচ/আরআর-০৩