রাজনগরে শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

রাজনগর প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন



রাজনগরে শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেড়কুড়ি উচ্চবিদ্যালয়ে এনলাইট ইয়ুথ ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা আজ শনিবার (৯ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি আফছার আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহ নাইম আলীর সঞ্চানলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলী নেওয়াজ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল ইমরান, আকবর আলী ফকির, রোকশানা আক্তার, ফাহিমা বেগম, ফাতেমা আক্তার, মোফাজ্জল হোসেন ও সুমন চন্দ্র দাশ। 

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দীপ্ত দেব, সহ-সভাপতি মোজাম্মিল হক, সহ-সভাপতি ফারজানা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আদনান খাঁন, সাংগঠনিক সম্পাদক শাহ্ নাঈম আলী, রাজনগর উপজেলা শাখার সভাপতি রাকিব হোসেন মারুফ, ফতেহপুর ইউনিয়নের সভাপতি মিঠু দাস, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মাহফুজ মিয়া, সুমন মিয়া প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা শেষে বক্তারা বক্তব্য দেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও মেধাবী ৩২ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের শিক্ষা উপকরণ তুলে দেন।

 

এফএইচ/আরআর-০৬