জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২১
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০৯:৩৫ অপরাহ্ন



জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টাটা পিকআপের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামের একজন নিহত হয়েছেন।

রবিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জুড়ী কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। 

সেখান থেকে খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা টাটা পিকআপের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা হেসাইনকে জুড়ী ৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ঘটনার পর টাটা মিনি পিকআপটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

এস এইচ/বি এন-০৪