সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ওরসে এবার হবে না মেলা

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ওরসে এবার হবে না মেলা

করোনার সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রঃ) এর ৬৮০তম ওরস মোবারক উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে মেলা হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ শাহ মোস্তফা (রঃ) মাজার শরিফের মোতাওয়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদ। তিনি বলেন, এ বছর করোনার কারণে মেলা হচ্ছে না। তবে ওরস উপলক্ষে মিলাদ মাহফিল, গরু জবাই, গিলাফ চড়ানো, জিকির-আছকার ও শিরনী বিতরণ করা হবে।

ওরস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি বাদ আছর থেকে মিলাদ মহফিল ও গরু জবাইয়ের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওইদিন বাদ এশা জিকির-আছকারও হবে। পরদিন গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর বাদ এশা আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ওরস।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।

 

এসএইচ/আরআর-০২