কমলগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন



কমলগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রি করা, মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১১ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন কমলগঞ্জের শমশেরনগর বাজারে দোকান মনিটরিংকালে এই জরিমানা করেন।

অভিযানে শমশেরনগর বাজারের জেবিএল ফার্মেসিকে ১ হাজার ৫শ টাকা, নূরজাহান ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা ও রাজমহলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমীন জানান, বাজারে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ও নিম্নমানের সংক্রমণরোধী জীবানুনাশক যেন কেউ বিক্রয় না করতে পারেন সে লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম চলছে। এ ধারাবাহিকতায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

 

এসডি/আরআর-০৭