কমলগঞ্জে জমে উঠেছে পৌষ সংক্রান্তির মাছের মেলা

কমলগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৪, ২০২১
০১:০০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২১
০১:০০ পূর্বাহ্ন



কমলগঞ্জে জমে উঠেছে পৌষ সংক্রান্তির মাছের মেলা

পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে আজ বুধবার (১৩ জানুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন বাজারে বসেছে মাছের মেলা। সকাল ১০টা থেকে কমলগঞ্জের ভানুগাছ, শমশেরনগর, আদমপুর ও মুন্সীবাজারে বসা বিশাল মাছের মেলায় বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেন বিক্রেতারা।

দুপুরে ভানুগাছ বাজারে মাছের মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের দোকানে বড় আকারের মাছ সাজিয়ে রাখা হয়েছে। মেলায় উঠেছে বোয়াল, চিতল, রুই, কাতলা, বাঘ মাছসহ সব ধরনের মাছ। ৫ কেজি ওজন থেকে শুরু করে ৩৫-৪০ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে মেলায়। সহজে হাট-বাজারে পাওয়া যায় না- এমন মাছ সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রতিটি দোকানে বেশ চড়া দাম হাঁকাচ্ছেন মাছ বিক্রেতারা।

ভানুগাছ বাজারের মাছ বিক্রেতা ঝলক মিয়া এবারের মেলায় ২৫ কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে বসেছেন। তিনি মাছটির দাম হেঁকেছেন ৭৫ হাজার টাকা। ক্রেতারা ওই মাছ ৩০-৩২ হাজার টাকা বললেও তিনি মাছটি বিক্রি করেননি।

জাহাঙ্গীর মিয়া নামের আরেক ব্যবসায়ী ৩৫ কেজি ওজনের কাতলা মাছের দাম ৭০ হাজার টাকা হেঁকেছেন। মাছটির দাম ২০ হাজার টাকা পর্যন্ত উঠলেও তিনি সেটি বিক্রি করেননি। 

ক্রেতারা জানান, মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম বেশ চড়া। বিক্রেতাদের সঙ্গে দরাদরি করে মাছ কিনে নিতে হচ্ছে।

আর মাছ বিক্রেতারা বলেন, দাম বড় কথা নয়। মূলত ক্রেতাদের আকর্ষন করতে মেলায় বড় আকারের মাছ সরবরাহ করা হয়। বেশ চড়া দাম বলা হলেও ক্রেতারা দরাদরি করে পরে সহনীয় পর্যায়ে হলে কিনে নিচ্ছেন।

 

এসডি/আরআর-০৭