কুলাউড়ায় মেয়র প্রার্থীর স্ত্রীকে অবরুদ্ধ করার অভিযোগ

কুলাউড়া প্রতিনিধি


জানুয়ারি ১৫, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৫, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



কুলাউড়ায় মেয়র প্রার্থীর স্ত্রীকে অবরুদ্ধ করার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রীকে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে নৌকা প্রতীকের সমর্থকরা অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

আজ বিকেলে বিএনপি প্রার্থীর বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা সাবেক সাংসদ অ্যাডভোকেট আলী আব্বাস খাঁন।

এ সময় আরও বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ এবং তার স্ত্রী শাফিয়া চৌধুরী। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আজ দুপুরে বিএনপির মেয়র প্রার্থীর স্ত্রী শাফিয়া চৌধুরী বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের রেল কলোনী এলাকায় গণসংযোগে গেলে নৌকার সমর্থকরা তাকে প্রচারে বাধা দিয়ে একটি দোকানঘরে অবরুদ্ধ করে রাখেন। এছাড়া তারা এক বিএনপি কর্মীর চাদর কেড়ে নেন এবং পোস্টার ছিঁড়ে ফেলেন। নৌকার কর্মীরা নির্বাচনের দিন পর্যন্ত ঘর থেকে বের না হতে তাদের হুমকি প্রদান করেছেন। 

বিএনপি নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, বিএনপির বিভিন্ন নেতা-কর্মীর বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন নৌকার নেতা-কর্মীরা। 

সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান বলেন, 'কুলাউড়ায় রাজনৈতিক শিষ্টাচার রয়েছে। আমরা আশা করি ভোটের শেষ সময়ে এসে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ভূমিকা পালন করবে।'

নিরপেক্ষ নির্বাচনে হলে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

জেএইচ/আরআর-০৩