জুড়ীতে চুরি হওয়া গরু উদ্ধার

জুড়ী প্রতিনিধি


জানুয়ারি ১৫, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৫, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন



জুড়ীতে চুরি হওয়া গরু উদ্ধার

মৌলভীবাজার জেলার জুড়ীতে চুরি হওয়া একটি গরু স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ি এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে দূর্গাপুর হাইস্কুলের পাশ দিয়ে গরুটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল চোরচক্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় গরুটি গোয়ালবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় এক পাইকার দাবি করছিলেন তিনি গরুটি দূর্গাপুর থেকে ক্রয় করেছেন। তাৎক্ষণিকভাবে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি দিতে না পারায় ইউপি চেয়ারম্যান গরুটি জুড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

পূর্ব জুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ তথ্যটি নিশ্চিত করে জানান, বিগত কিছুদিন ধরে অত্র এলাকা থেকে কয়েকটি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

এইচআর/আরআর-০৪