মৌলভীবাজারে বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ২৮, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন



মৌলভীবাজারে বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে উপলক্ষে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ শেষে দলীয় নেতারা রেস্টুরেন্টে বসে চা পান করার সময় তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কে এ ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও হামলাকারীরা এর আগেই রেস্টুরেন্টে ঢোকে বিএনপির সিনিয়র নেতাদের লাঞ্ছিত করে ব্যাপক ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।

জানা গেছে, বুধবার সকাল থেকে জেলা বিএনপির সভাপতি নাসের রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন। বেলা আড়াইটার দিকে শহরের সুলতানপুর এলাকায় গণসংযোগ শেষে নাসের রহমান চলে যান। এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী গণসংযোগ শেষে বেলা ৩টার দিকে শাহ মোস্তফা সড়কে অবস্থিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর মালিকানাধীন ইসমাইল হোটেলে অবস্থান করছিলেন। সেখানে তারা নির্বাচনকেন্দ্রিক দলীয় বিভিন্ন বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে নৌকার সমর্থকরা শতাধিক মোটরসাইকেলে করে এসে হোটেলে অবস্থানরত বিএনপি নেতাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালায়। এস ময় বিএনপি নেতারা হামলা থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান।

ইসমাইল হোটেলের কর্মচারী জাকির হোসেন বলেন, 'কিছু বুঝে উঠার আগেই হঠাৎ হামলার ঘটনায় হতভম্ব হয়ে যাই। কোনোরকমে প্রাণ বাঁচাতে পেছন থেকে পালিয়ে যাই।'

জেলা বিএনপির সভাপতি নাসের রহমান বলেন, 'এমন ঘটনা মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসে কখনও ঘটেনি। সিনিয়র নেতাদের ওপর পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলীয় লোকজন যে হামলা করেছে, এমন ঘটনাও অতীতে ঘটেনি।' 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান বলেন, 'মূলত ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না আসে, সে কারণেই এমন ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে।' এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।  

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে মাঝে-মধ্যে উত্তেজনা থাকেই। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি।' সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেউ যাতে কোনো প্রভাব খাটাতে না পারে সে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান এসপি।

 

এসএইচ/আরআর-০৯