মৌলভীবাজারে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবী বিএনপির মেয়র প্রার্থীর

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৮, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন



মৌলভীবাজারে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবী বিএনপির মেয়র প্রার্থীর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পৌর নির্বাচনের পরিবেশ ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা এবং বিএনপির নেতৃবৃন্দের উপর ‘হামলাকারী সন্ত্রাসী’দের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, গতকাল (২৭ জানুয়ারি) দুপুরে আমাদের জনসংযোগ চলাকালীন চিহ্নিত সন্ত্রাসী শিমুল, রনি, মাহবুব ও আমিনের নেতৃত্বে তিনটি মোটর সাইকেল চালিয়ে ঢোকার চেষ্টা করে।

পরবর্তীতে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শাহমোস্তফা রোডস্থ ইসমাইল রেস্টুরেন্টে চা চক্র চলাকালীন সময় পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।

এনসএইচ/ বিএ-০২