মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার পৌর নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মো. অলিউর রহমান।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ২৪ ঘন্টার ভেতর নির্চনের পরিবেশ ফিরিয়ে না আনা এবং বিএনপির নেতৃবৃন্দের উপর ‘হামলাকারীদের’ গ্রেপ্তার না করায় তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার এই আল্টিমেটাম দেন বিএনপির এই মেয়র প্রার্থী।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক সহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, সরকার দলীয় প্রার্থী শত শত বহিরাগত সন্ত্রাসী শহরে সমাগম করেছেন এবং আমার দলের সম্ভাব্য পোলিং এজেন্টকে ফোনে ও বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে আগামীকাল অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে আরও বলেন, বুধবার (২৭ জানুয়ারি) জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে গণসংযোগ শেষে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শাহমোস্তফা রোডস্থ ইসমাইল রেস্টুরেন্টে চা চক্র চলাকালীন সময় পরিকল্পিত ভাবে হামলা চালায় ছাত্রলীগ। এতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। ছাত্রলীগের এই তাণ্ডবে এবং পুলিশের নিষ্ক্রিয়তায় কারণে দলের সমর্থক ও কর্মীবৃন্দ আতঙ্কগ্রস্থ। এ ঘটনায় অভিযোগ দেবার পরও রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, রাতে ১ নং ওয়ার্ডের এজেন্ট স্বাগত দাশ চৌধুরীর সহ বেশ কয়েকজন এজেন্টের বাসায় পুলিশ তল্লাশি চালায়। এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পোলিং এজেন্ট জীবান আহমদকে গ্রেফতার করে পুলিশ।
এসএইচ/বিএ-০২