কমলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২১
০৭:০৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০৭:০৯ পূর্বাহ্ন
সিলেটজুড়ে ম্যারাথন প্রতিযোগিতার ধুম পড়েছে। গত সপ্তাহে সিলেটে সম্পন্ন হয়েছে র্যাব ফোর্সেস হাফ ম্যারাথন। তারও মাসখানেক আগে ২১ কিলোমিটারের সিলেট হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
শুক্রবার হাফ ম্যারাথনের পাঠ চুকিয়ে আলট্রা ট্রেইল ম্যারাথন অধ্যায়ে যাত্রা শুরু করেছে সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৫০ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতা।
কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন হয়েছে। এই ম্যারাথনে বিদেশি ৩০ জনসহ ৫৭০ জন নারী-পুরুষ রানার অংশগ্রহণ করেন। বাংলাদেশ ট্রেইল রানিং অ্যাসোসিয়েশনের সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
৫০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন মাহফুজ শাওন, দ্বিতীয় শামসুজ্জামান আরাফাত, তৃতীয় কমলকৃষ্ণ রানা এবং নারীদের মধ্যে প্রথম হন আমেরিকার রানার রনি এন্ডারসন, দ্বিতীয় শিফাত ফাহমিদা ও তৃতীয় নিশাত মজুমদার। ২১ কিলোমিটার ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন আল আমীন, দ্বিতীয় যৌথভাবে সাব্বির ও কাশেম এবং তৃতীয় আব্দুল আউয়াল। নারীদের মধ্যে প্রথম নাসরিন বেগম, দ্বিতীয় মোছাম্মৎ নাসরিন ও তৃতীয় নাজনিন সুলতানা। ১০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন সাবেহীন মারজান, ২য় মিজান আহমেদ ও ৩য় জহিরুল ইসলাম এবং নারীদের মধ্যে প্রথম শিউলী শবনম, ২য় মবি সূত্রধর ও ৩য় নদী ওহাব।
শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথনের সদস্য সচিব নবিল শমশেরী জানান, প্রথমবারের মত অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জন, বাংলাদেশের নিশাত মজুমদারসহ নারী-পুরুষ সমন্বয়ে অংশগ্রহণকারী রানাররা পূর্ব থেকেই নিবন্ধন সম্পন্ন করেন। দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহনকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
শুক্রবার বিকেল ৩ টায় শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।
নবিল শমশেরী আরও জানান, আন্তজার্তিক মান বজায় রেখে ভোর ৫টা থেকে এই ইভেন্ট শুরু হয়। ৩টি ধাপে আল্ট্রা ট্রেইল ম্যারাথনে দেশি-বিদেশি ৫৭০ জন রানার অংশ নেন। শমশেরনগর চা বাগান মাঠ থেকে দেওছড়া চা বাগান ঘুরে ১০ কিলোমিটার দূরত্বের ট্রেইল ম্যারাথনে ১৭০ জন, শমশেরনগর চা বাগান মাঠ থেকে দেওছড়া চা বাগান হয়ে ডবলছড়া ঘুরে চা বাগান মাঠে ফিরে এসে ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বে ২৪০ জন রানার এবং শমশেরনগর চা বাগান মাঠ থেকে ডবলছড়া চা বাগান ঘুরে পুনরায় চা বাগান মাঠ পর্যন্ত ৫০ কিলোমিটার ম্যারাথনে ১৬০ জন রানার অংশগ্রহণ করেন।
আরসি-০২