মৌলভীবাজারে জিতলেন আ.লীগের ফজলুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ৩১, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন



মৌলভীবাজারে জিতলেন আ.লীগের ফজলুর রহমান

ফজলুর রহমান

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান। কেন্দ্রের তথ্যানুযায়ী, নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অলিউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩২ ভোট।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় আজ শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগেরদিন গতকাল শুক্রবার বিএনপির মেয়রপ্রার্থী নির্বাচন বর্জনের ফলে আজ স্বতঃস্ফূর্ত ভোট উৎসবে ভাটা পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির ফলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলেও শেষ পর্যন্ত নির্বাচন উৎসবমুখর হয়নি।

বিএনপির প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করলেও আইনানুগ প্রক্রিয়ায় ভোট বর্জন হয়নি। ফলে ধানের শীষ প্রতীক নির্বাচন ও ভোট গণনায় অন্তর্ভুক্ত ছিল। মৌলভীবাজার পৌরসভার মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। মোট ভোট পড়েছে ১৭ হাজার ৪৩২টি। সে হিসেবে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ।

নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

মোট ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বপালন করেন। পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসারবাহিনী নিরাপত্তায় নিয়োজিত ছিল।

 

এসএইচ/আরআর-০৭