সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২১
০১:৩৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০১:৩৬ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে বাঘার পার বয়েজ ক্লাব আয়োজিত ৮ম বাঘার পার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারী) ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূর, সিলেট জেলা বিএনপি'র সদস্য মো. ওয়ারিছ আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান, ফজর আলী, জহুর আলী, আব্দুস সাত্তার, শফিক মিয়া, জিলকদর, আব্দুল বাসিত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, যুবসমাজকে নানা অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার জন্য সকলের প্রতি আহবান জানান। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এই টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজনের জন্য সব রকমের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
এএন/০৭