মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২১
০৩:১৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটে ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে ভোটগ্রহণের মাধ্যমে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মাসুদ আহমদ।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে ১ হাজার ৬৬৪ ভোট পেয়ে এডভোকেট পার্থ সারথী পাল, ২ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে ১ হাজার ১৩৭ ভোট পেয়ে আসাদ হোসেন মক্কু, ৩ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ১ হাজার ৯৭ ভোট পেয়ে মো. নাহিদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে ৬৫৬ ভোট পেয়ে সালেহ আহমদ, ৫ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ৯৩৭ ভোট পেয়ে ফয়ছল আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে ৮১৯ ভোট পেয়ে জালাল আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে ফাইল কেবিনেট প্রতীক নিয়ে ১ হাজার ৯২ ভোট পেয়ে আনিসুজ্জামান বায়েছ এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে ১ হাজার ২৫১ ভোট পেয়ে সৈয়দ সেলিম হক বিজয়ী হয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৩২৬ ভোট পেয়ে নাজমা বেগম, ২ নম্বর ওয়ার্ডে চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ৫৫ ভোট পেয়ে জাহানারা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে ২ হাজার ২৪ ভোট পেয়ে জিম্মি আক্তার জয়ী হয়েছেন।
এসএইচ/আরআর-১২