বড়লেখা প্রতিনিধি
ফেব্রুয়ারি ০১, ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখার ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঘোলসা গ্রামের প্রতিটি সড়কে ‘রোড সাইন’ স্ট্যান্ড স্থাপন ও স্থানীয় ১৩ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। দক্ষিণ শাহাবজপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাইফুল
ইসলাম জিবু ও মুক্তাদির হোসেন মুন্নার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাহুল দাস, প্রধান শিক্ষক শিলা রাণী দত্ত, ঘোলসা প্রবাসী
সমাজকল্যাণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সংবর্ধিত অতিথি রাব্বির হোসেন, স্পেন প্রবাসী সিপন আহমদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বদরুল ইসলাম, ইউপি সদস্য স্বারতি পুরকায়স্থ, সমাজসেবক আব্দুল কাইয়ুম, রহমত আলী, সামছুল ইসলাম পুতুল, সাবেক ইউপি সদস্য সোনাহর আলী, সহকারী শিক্ষক রাহেল উদ্দিন, যুবলীগ নেতা সামছুল ইসলাম, মোর্শেদুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলার ঘোলসা গ্রামের প্রবাসীদের সংগঠন ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থা গ্রামের উন্নয়নে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটি ইতোমধ্যে গ্রহণ করেছে অনেকগুলো প্রকল্প।
এজে/আরআর-০৪