বড়লেখায় দেড় হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি


ফেব্রুয়ারি ০১, ২০২১
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন



বড়লেখায় দেড় হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ১ হাজার ৫৬২ পিস ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. রমজান আলীর ছেলে।

আজ রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. রিয়াজ উদ্দিনকে ১ হাজার ৫৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা ইয়াবা বিক্রির ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।  র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানসহ সদর কোম্পানির একটি দল অভিযানে অংশ নেয়।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন জানিয়েছেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে বড়লেখা থানায় একটি মামলা করেছে।

 

এজে/আরআর-০৬