কুলাউড়ায় কিশোরী 'ধর্ষণ', একজন গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি


ফেব্রুয়ারি ০১, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন



কুলাউড়ায় কিশোরী 'ধর্ষণ', একজন গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ঘরে একা পেয়ে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন জমির উদ্দিন (৩০) নামের এক যুবক। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বাগৃহাল গ্রামের শরীয়ত উল্লাহ'র ছেলে জমির উদ্দিন শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় একই এলাকার বাসিন্দা ওই কিশোরীর বাড়িতে যান। ওইদিন কিশোরীর মা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং ভাই ক্ষেতের কাজে মাঠে ছিল। নির্জন বাড়ির একটি কক্ষে ঘুমিয়েছিল ওই কিশোরী। জমির উদ্দিন এ সুযোগে ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। বিষয়টি কিশোরী তার পরিবারের লোকজনকে জানালে তারা কুলাউড়া থানার পুলিশকে অবহিত করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমির উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধর্ষণের শিকার কিশোরীর মা জমির উদ্দিনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা (নম্বর-২০, তারিখ-৩১/০১/২০২১) দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী জানান, ধর্ষণের প্রাথমিক আলামত হিসেবে কিশোরীর সালোয়ার জব্দ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষন রায় জানান, আসামি জমির উদ্দিনকে আজ রবিবার (৩১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

জেএইচ/আরআর-১০