রাজনগরে ১১ মাদকসেবী গ্রেপ্তার

রাজনগর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০১, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন



রাজনগরে ১১ মাদকসেবী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে ১১ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মাথিউড়া চাবাগান থেকে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর, এসআই আবু মোকসেদ, এসআই সমীরন দাস, এসআই শওকত মাসুদ, এসআই সিদ্ধার্থ, এএসআই মৃত্যুঞ্জয়, এএসআই জালালসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মাথিউড়া বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা হলেন, মাে. সুফিয়ান (৫৫), মাে. শাহিনুল ইসলাম (৪১), আব্দুল শুকুর (৪০), শিপন মিয়া (৩০), ননী গােপাল দেব (৪০), মাে. আব্দুল মন্নান (৪৯), মাে. মনির (৫০),  ননী গােপাল দেব (৪৭), চন্দন কর (২২), নিকিজ কর (৩৫), মাে. টিপু মিয়া (৪৮)। 

তাদরে বিরুদ্এধে মাদক আইনে রাজনগর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম।

এস/বিএ-০১