মৌলভীবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ০২, ২০২১
০২:০১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০২:০১ পূর্বাহ্ন
যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দৈনিক যুগান্তর পত্রিকার ২১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রভাষক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব), প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, স্বজন উপদেষ্টা ড. মো. আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর নিয়াজ মুর্শেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, জেলা স্বজনের সাধারণ সম্পাদক আহমদ উর রহমান ইমরান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ইমজা মৌলভীবাজারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মানবজমিনের জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, আব্দুর রব, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার মো. তরিক, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি তানবীর আঞ্জুম আরিফ, রাইজিংবিডি ও দৈনিক সিলেট মিররের জেলা প্রতিনিধি সাইফুল্লাহ হাসানসহ মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন।
এসএইচ/আরআর-০৬